বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫’ শনিবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে আয়োজিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৩৫ জন সাঁতারু অংশ নেয়, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন ও নারী বিভাগে ১২ জন। অনুষ্ঠানটি সকাল ৯:৩০ মিনিটে নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয় এবং ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের জন্য প্রায় ১০ কিলোমিটার এবং নারীদের জন্য প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সাঁতার অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মো. ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান নেয় বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, চতুর্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান এবং পঞ্চম স্থান হয় নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরানের। নারীদের মধ্যে প্রথমস্থান করে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান নেয় বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, তৃতীয় হয় নৌবাহিনীর রূপা খাতুন, চতুর্থ স্থান পায় সালমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) এবং পঞ্চম হয় গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনালে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ।
প্রিন্ট






















