বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তার আগমনের অনুমতি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। এই দুই দপ্তর অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর শুনে ভারতের পক্ষ থেকেও আলোচনা চলছে, এ বিষয়ে আপনি কি অবগত–জানতে চাইলে তিনি বলেন, ‘যারা তাদের আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। আমি ওনাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এ ব্যাপারে অবগত নন। তিনি আরও বলেছেন, যখন কোনো বিদেশি অতিথি আসেন, তখন এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে। তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, জাকির নায়েকের বিষয়ে। আমি একজন ধর্ম উপদেষ্টা হিসেবে এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। আমি সিদ্ধান্ত দিতে পারি না।’ জাকির নায়েকের আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কি–না–এমন প্রশ্নের উত্তরে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘না, আমার সম্মতি বা অস্বীকৃতি বড় বিষয় নয়। কোনো অতিথি দেশের মধ্যে আসবেন, সেটি দেখভাল করবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেন, তাহলে তিনি আসবেন।’ জাতীয় নাগরিক পার্টি এখনো জুলাইয়ের শংসাপত্র স্বাক্ষর করেনি। নির্বাচন কেবল তিন মাস দূরে। দেশ কি নির্বাচনের পথে যাচ্ছে–এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা নির্বাচনের দিকে এগুচ্ছি। রাজনৈতিক দলের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত, এ জন্য আমাদের পরিকল্পনা ও আলোচনা চলছে। আমরা আশা করছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’