রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান চলাকালে ককটেল ও পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম সাজিব (২২)। রোববার (২ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযানে সেনা, র্যাব এবং পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানের সময় মোট ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (পেট্রোল বোমা প্রস্তুতির জন্য), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর স্প্লিন্টার, ৩ কেজি ভাঙা পাথর স্প্লিন্টার এবং দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।