খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
তুরস্কের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- আপডেট সময় ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশ তুরস্কের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চায়। পাশাপাশি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ। সাক্ষাৎকালে তৌহিদ হোসেন তুরস্ককে ধন্যবাদ জ্ঞাপন করেন রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে সহযোগিতা করার জন্য। তিনি তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের সুযোগ আরো বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপদেষ্টা আরও জানান, সম্প্রতি বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। প্রতিনিধিদলের নেতা মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। তিনি আশ্বাস দেন, পারস্পরিক স্বার্থ সংরক্ষণের সব ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে সমর্থন দেবে এবং সহযোগিতা চালিয়ে যাবে। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।
প্রিন্ট














