কার্যক্রম নিষিদ্ধ দলের আওয়ামী লীগ ডাকা কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতিতে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
জামিনে মুক্ত থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই জানিয়েছেন উপদেষ্টা। তিনি আরও বলেছেন, জনগণ নির্বাচনের দিকে ঝুঁকেছে, চাইলেও কেউ এর রুখতে পারবে না।
এ সময় ভারতের চালানো গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে পুলিশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেছেন।