বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ কর্তৃক লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অর্থমূল্য পুরস্কার প্রদান করবে। প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। নির্দিষ্ট পুরস্কার হিসেবে এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতিটি রাউন্ড গুলির জন্য পুরস্কার ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়াও, তথ্য বা সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।