মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্তের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) বিভিন্ন সাম্প্রতিক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। প্রেস সচিব উল্লেখ করেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্তের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পৌঁছেছে। উড্ডয়নের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি, ভবিষ্যতে বিমান বাহিনীর সব ট্রেনিং ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।