খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা
- আপডেট সময় ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
পাঁচটি ব্যাংক একীভূতকরণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য আপাতত কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা বলেছে, সরকার ভবিষ্যতে প্রয়োজন হলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স অনুযায়ী, যদি কোনো ব্যাংক পুনর্গঠন বা বিলুপ্তির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতি হয়, তবে শেয়ারধারকদের যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হলে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ নিয়ম অনুযায়ী, রেজল্যুশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত স্বাধীন পেশাদার মূল্যায়নকারী দ্বারা মূল্যায়নের ভিত্তিতে যদি শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণের দাবি করেন, তবে তা প্রদান করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানের অনুশীলন অনুসারে, আইএমএফ, বিশ্বব্যাংক ও এফসিডিওর কারিগরি সহায়তা ও মতামত বিবেচনা করে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ তৈরি করা হয়েছে। এই অধ্যাদেশে, রেজল্যুশনের আওতায় থাকা ব্যাংকগুলোর আমানতকারী, শেয়ারহোল্ডার ও অন্যান্য পাওনাদারদের অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচটি ব্যাংক একীভূত করার ঘোষণা দেন এবং শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য শূন্য হওয়ার তথ্য প্রকাশ করেন। এর ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গভর্নরের পদত্যাগের দাবী তুলেছেন এবং ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। এরপরই বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি জারি করে।
প্রিন্ট














