বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
যারা অতীতে সংস্কারের কথা বলতো, তারা সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছে: আসিফ মাহমুদ
- আপডেট সময় ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা অতীতে সংস্কারের কথা বলতেন, এখন তারা সংস্কারবিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে এবং তাদের নিজের জন্যও এর কোনও লাভ বা সুবিধা স্পষ্ট নয়। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনটি বিষয় নিয়ে আলোচনা চলছিল—সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। বিচার প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে, ১৩ নভেম্বর একটি রায় ঘোষণা করার কথা রয়েছে। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তি আবার ঢাকায় লকডাউন ডেকেছে। গণতান্ত্রিক রূপান্তরের বিষয়ে তিনি বলেন, আমরা বারবার একই অবস্থানে ফিরে যাচ্ছি। এখন নির্বাচনে অংশ নিতেই প্রশ্ন ওঠে—প্রার্থীটির কাছে কি ২০ কোটি টাকা আছে। বর্তমান পরিস্থিতিতে ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা প্রায় অসম্ভব। যাদের কালো টাকা আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে নির্বাচিত হওয়ার পর তাদের স্বার্থই বাস্তবায়িত হয়। তিনি আরও বলেন, জোহরান মামদানির মতো ব্যতিক্রমী উদাহরণ দেখা গেলেও, তা পুরো ৩শ’ আসনে প্রযোজ্য নয়। হয়তো দু-একজন প্রার্থী এভাবে জিততে পারেন, কিন্তু এটি সাধারণ নিয়ম নয়। রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশ্ন রেখে আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর যারা বিপ্লবের স্টেকহোল্ডার ছিলেন, তাদের কেউ কেউ সংস্কারবিরোধী রাজনীতিতে পা দিয়েছেন। এতে দেশের জন্য কোনো উপকার হয়নি, বরং মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর জন্য দায় কার, সেটা ভাবা দরকার। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বিষয়ে তিনি বলেন, এটি বর্তমানে খুব জনপ্রিয় শব্দ, কিন্তু আমরা জানি না এর আসল অর্থ কী। কিছু জনপ্রিয় কর্মসূচি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় না। যারা এই নির্মাণের কথা বলছেন, তারা কি এর রূপরেখা দিতে পেরেছেন? আমি নিজেও রাজনীতি করি, আমাকে জানতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আসল অর্থ কী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম প্রমুখ।
প্রিন্ট






















