বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
ঢাকায় একযোগে পুলিশের বড় মহড়া
- আপডেট সময় ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর গুরুত্বপূর্ণ এক যুগের ১৪২টি স্থানে একযোগে বিশাল মহড়া পরিচালনা করলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই মহড়ায় অংশ নেন সাত হাজার পুলিশ সদস্য। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই মহড়ার আয়োজন করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনের সামনে থাকা স্পটগুলোও এই মহড়ার অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টা কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এর আগে চলতি বছরের ৫ আগস্ট সীমিত আকারে এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এটি দ্বিতীয়বারের মতো পুলিশের এমন মহড়া। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে কুইক রেসপন্স মহড়া চালানো হয়।’ মহড়ায় অংশ নেন ডিএমপির অফিসারসহ বিভিন্ন স্তরের সাত হাজার পুলিশ সদস্য। কিছু পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণ, ধানমন্ডি শংকর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। সেই পরিস্থিতির মোকাবিলায় এই মহড়া আয়োজন করা হয়। সূত্র জানিয়েছে, ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁওয়ে ১৬টি, রমনায় ৩৪টি, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারীতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি, উত্তরায় ১৬টি স্পটে এই মহড়া চালানো হয়। ডিএমপির এক উপকমিশনার জানান, এই মহড়া মূলত ফোর্স ও অফিসারদের প্রদর্শনী হিসেবে পরিচালিত হয়। যেমন— রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম। যারা অপরাধ বা অরাজকতা করতে চায়, তাদের প্রতিরোধে এই মহড়া আয়োজন করা হয়।
প্রিন্ট






















