আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তার জন্য প্রার্থী ও রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য—এমনটাই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা শেষে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক দলগুলো। আমাদের লক্ষ্য, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা। কিন্তু যদি প্রার্থীরা সহযোগিতা না করে, তবে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের কাছে সব দলই সমান গুরুত্বপূর্ণ।”
নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন কঠোর নির্দেশনা দেয়ার পরও ঢাকাজুড়ে পোস্টার দেখা যায়। যদি নিজেরাই পোস্টার অপসারণ করে, তাহলে এটাই শোভন আচরণ। আচরণবিধি লঙ্ঘন করলে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।”
নির্বাচনের সময় কিছু বিশেষ পরিস্থিতি ও সরকারের অধীনে নির্বাচন পরিচালনা নিয়ে তিনি বলেন, “বিশেষ পরিস্থিতি ও সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর বিভিন্ন চাপ এসে পড়ছে।”
এছাড়া, তিনি অংশীজনদের কাছে অতীতের চেয়ে বেশি সহযোগিতা কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকে তিনি এক ধরনের অপশক্তি হিসেবে দেখছেন।