রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর একটার সময় বিক্ষুব্ধরা গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেকের কাছ থেকে কার্যালয়ের দেয়ালে খোদাই করা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি ভাঙতেও দেখা গেছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি রোধে রাজধানী ও আশপাশের জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বুধবার থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনা সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চালাচ্ছেন।