রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নিয়েছেন দেশের পাশাপাশি বিদেশের প্রথিতযশা আলেম ও ইসলামিক চিন্তাবিদরা। একই সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকে শুরু হয়ে এ ধর্মীয় সমাবেশ চলে দুপুর ২টা পর্যন্ত। মহাসম্মেলনের সংবাদ সংস্থা জানিয়েছে, এটাই প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে, যেখানে দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও সৌদি আরবের বিশিষ্ট আলেমরা উপস্থিত রয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, শনিবার সকাল ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে এসে অংশ নেন এই মহাসম্মেলনে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের নেতা শাইখ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও সংরক্ষণ কমিটির বাংলাদেশের সভাপতি পীর মাওলানা আবদুল হামিদ। অন্যদিকে, এ অনুষ্ঠানকে ঘিরে শনিবার ভোর থেকেই উপচে পড়া মানুষের ভিড় দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পায়ে হাঁটছেন, নিজেদের যানবাহনে, বাসে ও মেট্রোতে করে সম্মেলনস্থলে পৌঁছেছেন।