খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
‘নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস’
- আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আঞ্চলিক বৈঠকে অংশ নেওয়ার জন্যই ভারতের সফর করেছেন নিরাপত্তা উপদেষ্টা ডা. খলিলুর রহমান। তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের প্রতিনিধিরাও ওই সম্মেলনে অংশ নিচ্ছেন। আমি আশা করছি, এ মাধ্যমে আঞ্চলিক একটি ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে, যেখানে কেউই অপরের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাববে না—বরং শান্তি ও সহযোগিতার পথ খুঁজবে। এটি আঞ্চলিক শান্তির জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।” শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। পরে তিনি কসবা পৌর মঞ্চে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে অংশ নেন। নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল। এবার তারা বেশি উৎসাহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় রয়েছে।” বিভিন্ন আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দিন শেষে বিএনপি জিতবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”
প্রিন্ট














