সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হল। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৩৯ জন রোগী। রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু ঘটে এবং নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৩৯ জন। এই বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩৬ এ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১২,১৪২ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন ৩,২১,১৭৯ জন।