, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এটি দেশের রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ৫০ জন জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, এই নির্বাচন কেবল পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ আলাদা ধরনের নির্বাচন। বহু প্রহসনের নির্বাচন দেখেছে দেশের মানুষ, সেই স্মৃতি আরও দুর্বল করতে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। এই নির্বাচন সেই আন্দোলনের পূর্ণতা দেবে। এই নির্বাচন দিয়ে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন, কোনওভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজীবন লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন এর রক্ষক। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যা জানা দরকার, সব জানার চেষ্টা করবেন। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগ্রহের সঙ্গে দেখছেন, আসন্ন নির্বাচন কেমন হবে—এ বিষয়ে তারা গভীরভাবে মনোযোগী। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের সফলতা গণ-অভ্যুত্থানের প্রতি আমাদের অঙ্গীকার। এটি একটি বৃহৎ অভিযান, যেখানে আমাদের জয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এটি দেশের রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ৫০ জন জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, এই নির্বাচন কেবল পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ আলাদা ধরনের নির্বাচন। বহু প্রহসনের নির্বাচন দেখেছে দেশের মানুষ, সেই স্মৃতি আরও দুর্বল করতে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। এই নির্বাচন সেই আন্দোলনের পূর্ণতা দেবে। এই নির্বাচন দিয়ে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন, কোনওভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজীবন লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন এর রক্ষক। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যা জানা দরকার, সব জানার চেষ্টা করবেন। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগ্রহের সঙ্গে দেখছেন, আসন্ন নির্বাচন কেমন হবে—এ বিষয়ে তারা গভীরভাবে মনোযোগী। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের সফলতা গণ-অভ্যুত্থানের প্রতি আমাদের অঙ্গীকার। এটি একটি বৃহৎ অভিযান, যেখানে আমাদের জয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


প্রিন্ট