সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে শুধু নির্বাচন কমিশন (ইসি) একা নয়, বরং রাজনৈতিক দলগুলোও জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনায় তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিতভাবে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আজ বিএনপি ও জামায়াতসহ ১৩ দলকে নিয়ে সংলাপ অনুষ্ঠিত হলো। প্রথম পর্বে সকালেই জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিরা অংশ নেন। অন্যদিকে, দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে যোগ দেবে। এর আগে, গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে ইসি। সংলাপে অংশ নেওয়া দলের নেতারা সুষ্ঠু ভোটের জন্য আচরণবিধি মানার ওপর জোর দেন। পাশাপাশি, সমান সুযোগের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বানও জানান।