, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সশস্ত্রবাহিনী দিবসে দিনব্যাপী যেসব আয়োজন থাকবে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠানের মর্যাদা ও উৎসাহের সঙ্গে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা, পাশাপাশি বিমান বাহিনী খাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি ও উন্নতি, এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের রুহের শান্তির জন্য ফজরের নামাজের পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই দিবসের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দেবেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক নিবেদন করবেন। তদ্ব্যতীত, তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় তিনি ১০১ জন নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানমালায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক), অন্য বিশেষ সহকারী (জাতীয় ও নিরাপত্তা বিষয়ক), সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বিকেল ৪টায় ঢাকায় সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। এতে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, প্রাক্তন উপদেষ্টা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, বিচারপতি, মন্ত্রীপরিষদ সচিব, প্রধান সচিব, প্রাক্তন সেনা ও সামরিক কর্মকর্তা, স্বাধীনতা সংগ্রামের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ের সশস্ত্র বাহিনী সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকার পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনায়ও সংশ্লিষ্ট সেনানিবাস ও খাঁটির পরিচালনায় সংবর্ধনা আয়োজন করা হবে। এছাড়াও, দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও বিমান বাহিনী খাঁটিতেও নানা কর্মসূচি পালিত হবে। ঢাকাসহ দেশের অন্যান্য শহরে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকবে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন রাত ৮টায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার করবে, যেখানে সশস্ত্র বাহিনী পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। এই সব অনুষ্ঠান পরে বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচারিত হবে। দিবসের উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকের মধ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি, সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সশস্ত্রবাহিনী দিবসে দিনব্যাপী যেসব আয়োজন থাকবে

আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

প্রতিষ্ঠানের মর্যাদা ও উৎসাহের সঙ্গে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা, পাশাপাশি বিমান বাহিনী খাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি ও উন্নতি, এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের রুহের শান্তির জন্য ফজরের নামাজের পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই দিবসের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দেবেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক নিবেদন করবেন। তদ্ব্যতীত, তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় তিনি ১০১ জন নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানমালায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক), অন্য বিশেষ সহকারী (জাতীয় ও নিরাপত্তা বিষয়ক), সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বিকেল ৪টায় ঢাকায় সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। এতে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, প্রাক্তন উপদেষ্টা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, বিচারপতি, মন্ত্রীপরিষদ সচিব, প্রধান সচিব, প্রাক্তন সেনা ও সামরিক কর্মকর্তা, স্বাধীনতা সংগ্রামের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ের সশস্ত্র বাহিনী সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকার পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনায়ও সংশ্লিষ্ট সেনানিবাস ও খাঁটির পরিচালনায় সংবর্ধনা আয়োজন করা হবে। এছাড়াও, দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও বিমান বাহিনী খাঁটিতেও নানা কর্মসূচি পালিত হবে। ঢাকাসহ দেশের অন্যান্য শহরে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকবে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন রাত ৮টায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার করবে, যেখানে সশস্ত্র বাহিনী পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। এই সব অনুষ্ঠান পরে বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচারিত হবে। দিবসের উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকের মধ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি, সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে দিয়েছে।


প্রিন্ট