, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয়। বুধবার (১৯শে নভেম্বর) এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কলম্বো নিরাপত্তা সম্মেলন বা সিএসসি’র কার্যক্রমসহ দুই দেশের নিরাপত্তা বিষয়ক ও পারস্পরিক স্বার্থসম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। মূলত সপ্তম কলম্বো নিরাপত্তা সম্মেলনের এনএসএ-স্তরের বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে অবস্থান করছে। এই সফরের অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হলো। এর আগে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিনি দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। কূটনৈতিক সূত্রমতে, সিএসসি শীর্ষ সম্মেলনটি বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত এই সম্মেলন চলার কথা রয়েছে। সম্মেলন শেষে ঐ দিন বিকেলে ড. খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আপডেট সময় ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয়। বুধবার (১৯শে নভেম্বর) এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কলম্বো নিরাপত্তা সম্মেলন বা সিএসসি’র কার্যক্রমসহ দুই দেশের নিরাপত্তা বিষয়ক ও পারস্পরিক স্বার্থসম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। মূলত সপ্তম কলম্বো নিরাপত্তা সম্মেলনের এনএসএ-স্তরের বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে অবস্থান করছে। এই সফরের অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হলো। এর আগে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিনি দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। কূটনৈতিক সূত্রমতে, সিএসসি শীর্ষ সম্মেলনটি বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত এই সম্মেলন চলার কথা রয়েছে। সম্মেলন শেষে ঐ দিন বিকেলে ড. খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


প্রিন্ট