ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের উপর হামলা বৃদ্ধি পেলে পরিস্থিতির জন্য জনগণকেই মূল্য দিতে হবে। এভাবে চলতে থাকলে একদিন নিজের ঘরবাড়ি নিজেকেই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে বিবেচনা করছে। ডিএমপি কমিশনার বলেন, ককটেল দিয়ে পুলিশ সদস্যের উপর আঘাত আনা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের দুর্বৃত্তায়ন বন্ধের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। কারণ এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে। গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িত থাকলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, নাশকতা করলে পুলিশ গুলি চালানোর ক্ষমতা রাখে। ককটেল দিয়ে নাশকতা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলছে, রাজধানীতে সাম্প্রতিক ধারাবাহিক হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।