, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

বেতন স্কেল নিয়ে কমিশনের নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ সঙ্গে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে জাতীয় বেতন কমিশনের। এই সভার সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। পে কমিশনের তরফ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সরকারি, আর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা মূল্যায়ন করে সুপারিশ প্রণয়নের জন্য এই সভা হবে। এর আগে, ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর মাধ্যমে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে সাধারণের মতামত সংগ্রহ করা হয়। ২৭ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন। যারা চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করতে চান, তাঁরা আগামী ডিসেম্বরের মধ্যে করবেন। অন্যদিকে, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে বলে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর এগুলোর মূল্যায়ন করে তারপরই কমিশনের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি কাঠামো তৈরি করবে, এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। তিনি যোগ করেন, ‘গত ৮ বছরে এই বিষয়টি নিয়ে কোন কাজ হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে বাজেটের বিষয়ও বিবেচনা করতে হবে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও গুরুত্ব দিতে হবে। পরবর্তী সরকার কি পে কমিশন দেবে না? এটা তো স্বাভাবিক।’


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বেতন স্কেল নিয়ে কমিশনের নতুন পদক্ষেপ

আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ সঙ্গে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে জাতীয় বেতন কমিশনের। এই সভার সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। পে কমিশনের তরফ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সরকারি, আর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা মূল্যায়ন করে সুপারিশ প্রণয়নের জন্য এই সভা হবে। এর আগে, ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর মাধ্যমে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে সাধারণের মতামত সংগ্রহ করা হয়। ২৭ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন। যারা চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করতে চান, তাঁরা আগামী ডিসেম্বরের মধ্যে করবেন। অন্যদিকে, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে বলে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর এগুলোর মূল্যায়ন করে তারপরই কমিশনের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি কাঠামো তৈরি করবে, এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। তিনি যোগ করেন, ‘গত ৮ বছরে এই বিষয়টি নিয়ে কোন কাজ হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে বাজেটের বিষয়ও বিবেচনা করতে হবে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও গুরুত্ব দিতে হবে। পরবর্তী সরকার কি পে কমিশন দেবে না? এটা তো স্বাভাবিক।’


প্রিন্ট