শক্তিশালী ভূমিকম্পের কারণে ঢাকার বংশালের কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিনজনের মৃত্যু ঘটে। এখন পর্যন্ত পুলিশ নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ভূমিকম্পের পর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ভূমিকম্পের সময় হঠাৎ করে পঞ্চম তলা বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী ঘটনাস্থলে প্রাণ হারান। তারা রাস্তার ওপর হাঁটছিলেন। ঘটনার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। বংশাল থানার উপপরিদর্শক আশিষ জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে তিনজন পথচারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠে।