রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। এরই মধ্যে পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জেও একটি দেয়াল ধসে একজনের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পের আঘাতের পরপরই প্রাথমিক তথ্য সংগ্রহ করে ফায়ার সার্ভিস এই ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানিয়েছে। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের প্রকাশিত এই তথ্যগুলো শেয়ার করা হয়েছে। বার্তায় বলা হয়, ভূমিকম্পের পরে পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলার ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভবনের কোনও বড় ক্ষতি হয়নি। কিছু পলেস্তারার অংশ আলগা হয়ে পড়ে এবং কিছু ইট খসে পড়ে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, দশজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পাশের একটি দ্বৈত ভবনে একটি ইট পড়ে একজন আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিসের কোনও কার্যক্রম হয়নি। আরও একটি খবর হলো, বারিধারা ব্লক-এফ, রোড-৫ এলাকার একটি বাসায় অগ্নিকাাণ্ডের ঘটনা জানানো হয়েছে। এই ঘটনায় বারিধারা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এটি ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এছাড়াও সূত্রাপুরের স্বামীবাগে একটি আটতলা ভবন অন্য একটি ভবনের উপর হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে, ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করে, কোনও ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। অন্যদিকে কলাবাগানের আবেদখালী রোডে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তদ্ব্যতীত, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই অগ্নিকাাণ্ডের কারণ হিসেবে ভূমিকম্পের সংশ্লিষ্টতা সম্পর্কে কিছু জানানো হয়নি।