তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উল্লেখ করেছেন, নিপীড়করা জালিম হিসেবে পরিণত হচ্ছে এবং ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে। রোববার রাত্রে তার যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, ‘নিপীড়করা জালিম হিসেবে পরিণত হচ্ছে, আর ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হয়ে উঠছে। পুরো পরিস্থিতি হতাশা ও অসন্তোষের সৃষ্টি করছে।’ তিনি আরও বলেন, ‘যারা জুলুমকে ইনসাফের মাধ্যমে প্রতিস্থাপন না করে, বরং সহিংসতার নতুন মাত্রা যোগ করছে, তারা ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য দায়ী থাকবেন। সমাজ ও রাষ্ট্রের চিন্তা ও সংস্কৃতির বৈচিত্র্যকে যদি বাধাগ্রস্ত করা হয়, তবে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লবের সাফল্য ব্যর্থ হবে।’ তিনি সকল ধরনের জুলুম বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘তাসাউফপন্থী, ফকির, বাউলসহ অন্যান্য মতের মানুষদের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়।’