ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রথম পর্যায়ের নিবন্ধনে গত পাঁচ দিনে পাঁচাশ হাজারের বেশি ব্যক্তি রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাই বেশ এগিয়ে আছেন। ঢাকা জেলার প্রবাসী ভোটারদের সংখ্যা বেশি থাকায় তারা শীর্ষে, অন্যদিকে আসনওয়ারি ভিত্তিতে দেখা গেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী ভোটাররাই এগিয়ে রয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের নিবন্ধন পোর্টাল ocv.gov.bd/report অ্যাপে এসব তথ্য পাওয়া গেছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করেছেন, আর উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে রোববার মধ্যরাতে। মোট ৭১টি দেশের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধনে অংশ নিয়েছেন। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও, নির্বাচন কমিশন আরও পাঁচ দিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে। এই নিবন্ধন শেষ হওয়ার পর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের ভোটাররা রোববার রাত থেকে নিবন্ধন করতে পারবেন। একইসঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর ১৯ নভেম্বর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ২০ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৪ জন এবং নারী বাকিরা। দেশভিত্তিক বিবেচনায় দেখা যায়, সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায়, যেখানে ৭ হাজার ৯৯০ জন প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। এরপর জাপানে ৫ হাজার ৩১, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ১৮০ এবং চীনে ১ হাজার ৪০৮ জন। জেলাভিত্তিক তালিকায় দেখা গেলে, ঢাকার প্রবাসী নিবন্ধনের সংখ্যা ২ হাজার ৩৪৮ জন, কুমিল্লায় ১ হাজার ৬৬১, নোয়াখালীতে ১ হাজার ৪০১ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৯৯ জন। আসনওয়ারি ভিত্তিতে প্রবাসীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসীরাই সবচেয়ে বেশি, যেখানে ৭৪১ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে নোয়াখালী-৩ আসনের ৪০৫ জন, নোয়াখালী-১ এর ৩৯৮ জন, মুন্সিগঞ্জ-৩ এর ৩৯৬ জন, ফেনী-৩ এর ৩৬৩ জন এবং চট্টগ্রাম-১৬ এর ৩১৬ জন প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তির জন্য ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়। প্রকল্পের টিম লিডার জানান, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধনে প্রবাসীরা ধাপে ধাপে অন্যান্য অঞ্চলেও ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এছাড়া দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তির নিবন্ধনও ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে, এ সময় প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।