খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ফরহাদ মজহারের
- আপডেট সময় ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বাউলদের উপর হামলার ঘটনা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত লেখক ও গবেষক ফরহাদ মজহার। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, কিন্তু সরকার সেই প্রতিবাদে কোনরকম মনোযোগ দিচ্ছে না। তিনি আরও জানান, এই অবস্থা আর চলতে পারে না। তার ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যেখানে তিনি উল্লেখ করেন, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তির জন্য এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর হামলার প্রতিবাদে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধুগুরুভক্ত ও ওলি আওলিয়া আশেকান পরিষদ’ এক সমাবেশের আয়োজন করেছে। তিনি বলেন, যারা ঈমান, বিবেক ও মানবিকতার ভিত্তিতে সমাজকে উন্নতি করতে চান, তাঁদের জন্য এই সমাবেশ উন্মুক্ত। তার ভাষায়, “প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান।” ফরহাদ মজহার আরও বলেন, কোরানের নির্দেশ অনুসরণ করে যারা ঈমান ধারণ করেন এবং নিজের লোভ, হিংসা বা প্রতিহিংসা থেকে মুক্ত থাকেন, তারা এই প্রতিবাদে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, স্মারকলিপি দেওয়ার পাশাপাশি নির্ধারিত কর্মসূচিতে সবাই অংশ নেবেন। তিনি যোগ করেন, এখান থেকেই ভবিষ্যতের করণীয় নির্ধারণ করা হবে। তিনি লেখেন, মহারাজ আবুল সরকার জুলাই গণঅভ্যুত্থানের পর মাজারকে গণপরিসর হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে গ্রেপ্তার করার পরে আইনশৃঙ্খলা বাহিনীকে মামলা না দেওয়ার অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি। তার কোনও কথায় যদি কেউ কষ্ট পায়, তবে সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে বাউলদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাদের প্রাণের ভয়ে পুকুরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার মন্তব্য, সমাজে বিরোধ সৃষ্টি হলে তা আলোচনা করে সমাধান করতে হয়। দমন-পীড়ন দিয়ে এই বিরোধের সমাধান সম্ভব নয়, বরং সংঘাত আরও বাড়ে।
প্রিন্ট














