সিঙ্গাপুর থেকে আরও পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে দুইশো ষোলো কোটি চুরাশি লক্ষ তেত্রিশ হাজার চারশো পঁইত্রিশ টাকা। সোমবার (২৪ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন লাভ করে। সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেড থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এর জন্য মোট খরচ হবে দুইশো ষোলো কোটি চুরাশি লক্ষ তেত্রিশ হাজার চারশো পঁইত্রিশ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে, ১৮ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড থেকে প্যাকেজ-৫ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। এছাড়া, ১২ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেড থেকে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার অনুমোদন প্রদান করা হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পক্ষ থেকে। সভায় চালের পাশাপাশি বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।