সোশ্যাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের (এসএইচএফবি) উদ্যোগে ‘রেভল্যুশনাইজিং ডেন্টিস্ট্রি উইথ এআই: ইনোভেশনস অ্যান্ড ইনসাইটস’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডা. জহিরুল ইসলাম শাকিল। অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডা. আবুল কেনান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB), ডিরেক্টর, নিটর, এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।