, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগে কোনো মেধাবী প্রার্থী বাদ পড়েননি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, সমাজের গভীরে গভীরে দুর্নীতি ছড়িয়ে রয়েছে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হয়নি। তবে সরকার এর বিরুদ্ধে কঠোর প্রচেষ্টার মাধ্যমে তা কমানোর জন্য কাজ করছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারা যায়নি, তবে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তিনটি ক্যাটাগরি—এ, বি ও সি—তৈরি করা হয়েছে, জানিয়ে তিনি বলেন, ৬৪ জেলার এসপিদের মধ্যে পূর্বে ১৮ জনকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, এরপর নতুন নিয়োগের জন্য বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কোনো মেধাবী প্রার্থী বাদ পড়েনি। এর আগের মাসের ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগে কোনো মেধাবী প্রার্থী বাদ পড়েননি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, সমাজের গভীরে গভীরে দুর্নীতি ছড়িয়ে রয়েছে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হয়নি। তবে সরকার এর বিরুদ্ধে কঠোর প্রচেষ্টার মাধ্যমে তা কমানোর জন্য কাজ করছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারা যায়নি, তবে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তিনটি ক্যাটাগরি—এ, বি ও সি—তৈরি করা হয়েছে, জানিয়ে তিনি বলেন, ৬৪ জেলার এসপিদের মধ্যে পূর্বে ১৮ জনকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, এরপর নতুন নিয়োগের জন্য বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কোনো মেধাবী প্রার্থী বাদ পড়েনি। এর আগের মাসের ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার।


প্রিন্ট