বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদে নিয়োগের পর, সরকারের নির্দেশনায় অন্তত ১৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগকেই এসবি, পিবিআই এবং সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। জানা গেছে, নির্বাচনকালীন সময়ে এই ৬৪ জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।