সারা দেশের বিভিন্ন জেলায় একযোগে ৮২৬ জন বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর পাশাপাশি তাদের নতুন কর্মস্থলে পদায়নও সম্পন্ন করা হয়েছে। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির জন্য জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫ থেকে ৭৬,৩৫০ টাকা বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যতক্ষণ না আবার নতুন নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মোট ৮২৬ জন বিভিন্ন পদে পদোন্নতি ও বদলি হয়েছেন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া বিচারকদের দপ্তরপ্রধানের কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বিদেশে থাকা কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও ছুটি শেষে পুনরায় কর্মস্থলে ফিরে এসে দায়িত্ব বুঝিয়ে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।