আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রস্তুত করা এবং ১৫ ডিসেম্বরের আগে অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় পে কমিশনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বৈঠকে এ বিষয়গুলো আলোচনা হয়। ওই দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। এ আলোচনা ফলপ্রসূ বলে জানিয়ে বাদিউল কবির গণমাধ্যমে বলেন, বেতন স্তর কমানো, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ উপস্থাপন এবং ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট বা নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। কমিশন চেয়ারম্যানের সূত্রে বাদিউল কবির জানান, তারা এই দাবিগুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। তারা ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে, নভেম্বরের মধ্যে সুপারিশ না থাকলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না পাওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল।