দেশের ১৫৮টি উপজেলার নির্বাহী অফিসারদের নির্বাচনের পূর্বে মাঠ থেকে তুলে এনে বিভিন্ন স্টেশনে তাদের পদায়ন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এর আগে, একই দিনে সরকার ১৬৬ জনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, তারা ৩০ নভেম্বর ২০২৫ এর অপরাহ্নে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এ ছাড়াও বলা হয়, যদি বদলিকৃত কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তবে তিনি কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।