জরুরি রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বার্তায় জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএলের গাড়ার ভাল্ব স্টেশন বন্ধ থাকবে। ফলে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সব ধরনের গ্রাহকপ্রান্তে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। গ্রাহকদের এই অস্থায়ী অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।