ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল সোয়া ৪টার দিকে ৩.৬ মাত্রার এই ভূকম্পনের উৎস ছিল নরসিংদীর ঘোড়াশাল। আবহাওয়াবিদ রুবায়েত কবির বিবিসি বাংলাকে বলেন, ‘সম্প্রতি যে ভূকম্পন ঘটেছে তার পরবর্তী ধাক্কা এটি। এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।’ এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত ৩:৩০ মিনিটের দিকে সিলেটেও হালকা ভূকম্পন অনুভূত হয়। এর আগে সম্প্রতি দুই দিনের মধ্যে বাংলাদেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূকম্পনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল কেঁপে উঠে। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং চার শতাধিক মানুষ আহত হন। পরের দিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় স্বল্প সময়ের মধ্যে আরও দুবার ভূকম্পন অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।