ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণ’ সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংস্থার দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল এর পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, অভিযোগের তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা মহাপরিচালকের (তদন্ত–১) কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে, অভিযোগের অনুসন্ধানকে স্বাগত জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘এই বিষয়ে তদন্তে আমরা দুদককে সব ধরনের সহায়তা করব। আমরা বিশ্বাস করি, প্রত্যেকেরই স্বচ্ছতা ও দায়িত্ববোধ থাকা উচিত। অভিযোগের তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া জরুরি— এটি আমাদেরও কাম্য।’ এই বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান নদী গবেষণা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য স্বনামধন্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।