রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। তবে এ ঘটনার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার কিছু সময় পরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির। তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীতে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।