পতাকাবাহী রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েছে। সম্প্রতি এক প্রবাসী আইনজীবী যাত্রীর অভিযোগ, ফিট টু ফ্লাই সার্টিফিকেট সংগ্রহের সময় বিমানের প্রধান মেডিকেল অফিসার ডা. তাসলিমা আখতার তার সঙ্গে অশোভন ও দুর্ব্যবহার করেছেন। অভিযোগকারী ব্যক্তি বলাকা ভবনে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেন, অসুস্থ তার ছেলের চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে গেলে ডা. তাসলিমা সহযোগিতা না করে উল্টো ফাইলটি ছুড়ে ফেলেন এবং অসদাচরণের পরিচয় দেন। এই ঘটনায় তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই বিমান কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। ডা. তাসলিমার আচরণের জন্য সংস্থার সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৯৬ ঘণ্টার মধ্যে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অন্যদিকে, ডা. তাসলিমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই যাত্রীর কাছ থেকেই তিনি হয়রানির শিকার হয়েছেন।