পে কমিশনের রিপোর্টের ভিত্তিতে নবম পে স্কেল কার্যকর করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষাবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকেই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানাচ্ছেন, বহু বছর ধরে পে স্কেল চালু করার কথা সরকার বললেও প্রশাসনিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তা সম্ভব হয়নি।
আগে ২০১৫ সালে একবার পে স্কেল চালু করার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে তারা কলম বিরতির হুঁশিয়ারিও দিয়েছেন।