মহান বিজয় দিবসের উৎসবে ঢাক বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে এক উজ্জ্বল বিজয় র্যালির আয়োজন করা হয়।
সোমবার ভোরে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ ডাকসু নেতৃবৃন্দ। বিজয় র্যালিতে অংশগ্রহণ করে ঢাবি উপাচার্য বলেন, ডিসেম্বর মাস একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের সংকটময় সময়ের মধ্যে ঢাক বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে দেশের মানুষের সাথে নিয়ে ঢাবি সর্বদা জাতির পাশে দাঁড়িয়েছে।
এ বিজয় র্যালিকে ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করে তিনি বলেন, অতীতের মতোই যে কোনো পরিস্থিতিতেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।