তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ডিসেম্বর মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানালো বিইআরসি
বেগম জিয়ার অবস্থা ক্রিটিক্যাল: আজম খান
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেসসচিবের
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ: শিশির মনির
গ্রেড নিয়ে শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা
১০ শতাংশ কমেছে মেট্রোরেলের যাত্রী: ডিএমটিসিএল এমডি
সেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
১০ শতাংশ কমেছে মেট্রোরেলের যাত্রী: ডিএমটিসিএল এমডি
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
মেট্রোরেল বিয়ারিং প্যাডে দুর্ঘটনার পর চলাচলকারী যাত্রীসংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) সকালে উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। ডিএমটিসিএলের এমডি জানান, আগে দৈনিক গড়ে চার লাখ ষাট হাজার যাত্রী রেল পরিবহন করতেন। বর্তমানে এই সংখ্যা প্রায় চার লাখের কাছাকাছি। ভূমিকম্পে মেট্রোরেলের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের কারণে শুধু দু’টি ট্রেইলস পড়েছে। ফাটলের বিষয়ে কোনও ধারণা নেই। আমাদের বাসা বাড়িতেও এ ধরনের ক্ষতি হয়েছে বলে শোনা যাচ্ছে। নির্ধারিত সময়ের ২৭ মিনিট পরে ট্রেন চলাচল শুরু হয়—এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। জনগণের নিরাপত্তার জন্য বিলম্ব হয়েছে। কারণ, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ট্রেন চালানো সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রতিদিন সাধারণ জনগণের জন্য ট্রেন চালুর আগে একটি সুইফার ট্রেন চালানো হয় সব কিছু পরীক্ষা করার জন্য, কিন্তু ওই দিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছি। ফলে সময়ের দেরি হয়েছে। পাশাপাশি রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখানে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, একজন ছেলে ছাদে উঠে যাওয়ার খবর পেয়ে আমাদের নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়েছে। আল্লাহর রহমতে কোনও ক্ষতি হয়নি। ও (উই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখানে থেকে সে দুই ট্রেনের মাঝখানে বসে সচিবালয় পর্যন্ত যায়। পরে তাকে নিরাপদে নামিয়ে ফেলা হয়। ফারুক আহমেদ উল্লেখ করেন, তখন পুরো ট্রেন সার্ভিস বন্ধ ছিল। এরপর আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেনের মধ্যে সার্চ চালিয়েছি। আজ সকালে সুইফার ট্রেন দিয়ে চেক করেছি কেউ আছে কি না। আমাদের কাছে সেফটি অগ্রাধিকার। মেট্রোরেলের নিরাপত্তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্টেশনের নিচে প্রবেশের পথে সিসি টিভি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে উৎস কোথা থেকে এসেছে ও কোথা থেকে যাচ্ছে তা দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠের ৬৫ শতাংশ জনগণের মধ্যে এই পরিকল্পনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
প্রিন্ট























