‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে যে সব সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া
গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে অধ্যাদেশ জারি
জামায়াতের প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান
পদত্যাগ করলেই স্ত্রী-সন্তানসহ নিরাপদে দেশত্যাগের সুযোগ পাবেন মাদুরো: ট্রাম্প
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ছাত্রদলের
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তলসহ একজন আটক
যুক্তরাষ্ট্রে ‘মাদক সম্রাট’ এল চ্যাপোর ছেলের মাদক পাচারের দায় স্বীকার
গাজীপুরে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
মার্কিন সিনেটর চাক শুমারের ৩ দপ্তরে বোমা হামলার হুমকি
‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে যে সব সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া
- আপডেট সময় ৪৬ মিনিট আগে
- / ২ বার পড়া হয়েছে
খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব খারাপ পরিস্থিতিতে’ চলে গেছেন। এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে কী সুবিধা পাবেন খালেদা জিয়া? সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে এই বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে তাকে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) দেওয়া হবে। রাষ্ট্রের উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ মর্যাদা দেয়। এর মধ্যে আছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তি। এর বাইরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২ ধারা অনুযায়ী, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে বোঝায় সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনও বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণে, অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনও ব্যক্তিও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়, এই প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে যে, কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। তবে, পদাধিকার বা ক্ষমতার ভিত্তিতে যাদের ব্যক্তিরা আছেন, তাদের আলাদাভাবে ঘোষণা করতে হয় না। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর দায়িত্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাইরে আইনের ৮(২) ধারা অনুযায়ী, এসএসএফ বাংলাদেশে থাকা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদান করবে।’ অর্থাৎ, ‘সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ নিয়োজিত হবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করবে। তাদেরকে দৈহিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। যদি কারো মনে হয়, এই ব্যক্তির জন্য হুমকি রয়েছে, তবে এসএসএফ তাকে বিনা গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করতে পারে এবং এই ক্ষমতা দেশের সব প্রান্তে প্রযোজ্য। পাশাপাশি, পরিস্থিতি বিবেচনায় তাকে গুলি করতেও পারবে।’
প্রিন্ট

























