রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের স্বীকৃত ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সাগর হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সময় সংবাদকে তিনি জানিয়েছেন, হ্যাকড পেজে প্রকাশিত যে কোনো তথ্যকে বিভ্রান্তিকর মনে করে না দেখার জন্য এবং এতে বিভ্রান্ত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।