, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এরপর রাত ৮টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এর আগে, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান এবং দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। নির্ধারিত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত তাঁর শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। গত ১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশের এবং বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলমান। ৮০ বছর বয়সী এই নেত্রীর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতা রয়েছে। শ্বাসকষ্ট দেখা দিলে তিনি দ্রুত হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। এতে ওই এলাকায় যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিএনপির মহাসচিব নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এরপর রাত ৮টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এর আগে, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান এবং দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। নির্ধারিত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত তাঁর শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। গত ১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশের এবং বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলমান। ৮০ বছর বয়সী এই নেত্রীর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতা রয়েছে। শ্বাসকষ্ট দেখা দিলে তিনি দ্রুত হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। এতে ওই এলাকায় যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিএনপির মহাসচিব নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।


প্রিন্ট