









বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মান সরকার

- আপডেট সময় ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকে জার্মান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন চ্যান্সেলর শলৎজ।
বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, রাজনৈতিক ঐকমত্য তৈরিতে গঠিত ঐকমত্য কমিশন এবং ‘জুলাই সনদ’-এর পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় ওলাফ শলৎজ বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন যে আমরা আপনাদের সমর্থন করব।”
প্রধান উপদেষ্টা বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য জার্মান সরকারের সমর্থন চান। তিনি বাংলাদেশের জুলাই বিপ্লব, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং দুর্নীতিবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা নিয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং দক্ষিণ এশিয়ায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে আঞ্চলিক লাভবান হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রিন্ট