ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
ভোটের তফশিল ঘোষণা সিইসির
- আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে। এর আগে, বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফশিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আইন ও বিধিনিষেধের প্রয়োগ শুরু হবে। তফশিলের মাধ্যমে নির্বাচন নিয়ে সকল কল্পনা ও জল্পনার অবসান ঘটবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। এই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের রং সাদা-কালো হবে, আর গণভোটের ব্যালটের রঙ গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম একদিনে একই সঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের মানুষ সুন্দর পরিবেশে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদী। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে নানা আলোচনা চলছিল। তফশিল ঘোষণা হওয়ার মাধ্যমে সব জল্পনা-কল্পনার অবসান ঘটছে। দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এ বছর প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত দুই লাখ ৯৭ হাজারের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন। ইসির সূত্রে জানা গেছে, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের কিছু আসনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে ‘প্রতীকী’ রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য সব আসনে আগের মতোই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। তফশিল ঘোষণার পরপরই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হবে। এ দিনই কিছু পরিপত্র জারি করবে কমিশন। এসব পরিপত্রে নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ, আচরণবিধি মানা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়াদি উল্লেখ থাকবে। পাশাপাশি সরকারকে কিছু চিঠিও পাঠানো হবে। উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের জন্য বাধ্য হয়। এরপর ৮ আগস্ট শুরু হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম। এই সরকারের এক বছর পূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে জুলাইয়ে সেই নির্বাচনের বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। এই সময়সূচীর মধ্যে নির্বাচন ও গণভোট দুটোই সম্পন্ন হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এই প্রথমবারের মতো একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রিন্ট





















