প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ দেশের সকল নির্বাচন অফিসে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখা থেকে আইজিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর সময়সূচি প্রকাশ করা হয়। সময়সূচি প্রকাশের পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলার জেলা নির্বাচন অফিস ও মঠবাড়িয়া, পিরোজপুরের উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী সরঞ্জাম ও যন্ত্রপাতির সুরক্ষা নিশ্চিতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।’ এতে আরও বলা হয়েছে, এসব অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণাের পরদিনই রাজধানী ঢাকায় ৮ নম্বর আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং লক্ষ্মীপুরের নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিল সাংবিধানিক সংস্থা।