এমপিদের দায়িত্ব সুস্পষ্ট করে তোলার পাশাপাশি তাদের কার্যপ্রণালীর নির্দিষ্ট মাত্রা নির্ধারণের উপর গুরুত্ব দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, এমপিদের দায়িত্বের সীমা নির্ধারিত করতে হবে। তাদের সকল কার্যক্রমের অনুমতি দিলে তারা অনিয়মে লিপ্ত হবেই। রাজনীতিবিদ ও আমলাদের নিজ নিজ অবস্থানের ভূমিকা পরিবর্তনের উল্লেখ করে তিনি এর সমালোচনা করেন। বলেন, আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে আসতেন। এখন আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন। বলছেন, আমি আপনার। এসময় বিচার বিভাগের স্বচ্ছতা যাতে অবাধ ক্ষমতা প্রয়োগের হাতিয়ার না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি।