কোরিয়া থেকে ৪২০ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
নেপালকে উড়িয়ে সেমির পথে টাইগার যুবারা
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
- আপডেট সময় ৭ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও আওয়ামী লীগের নিষিদ্ধ সন্ত্রাসী কার্যকলাপ রোধে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেল তিনটায় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে, রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দলের অংশগ্রহণে শহীদ মিনারে এই সর্বদলীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকে ভারতের আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। হাদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন আসেনি। তারা হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ তাদের উচিত ছিল হামলাকারীদের কর্মকাণ্ড অনুসরণ করে তাদের গ্রেপ্তার করা।
প্রিন্ট
























