এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
তাসকিন আমার ‘স্পিড রেকর্ড’ ভেঙে ফেলুক: শোয়েব আখতার
নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে ২ জন আটক
স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের কাছে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এ চিঠি দেওয়া হয়। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ চিঠি প্রদান করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের আইনশৃঙ্খলার অবস্থা ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, বাংলাদেশের অধস্তন আদালতসমূহের—আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের চলাচল পর্যবেক্ষণ, আদালত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ ও মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ, বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা, পাশাপাশি তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের সুরক্ষা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এর আগে নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কক্ষগুলোতে (এজলাস) আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত ও নিয়ন্ত্রিত করা হয়েছে। এছাড়াও, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, বৈধ বা অবৈধ অস্ত্র, মারাত্মক অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। দেশের অধস্তন আদালতগুলোতে বিচার কার্যক্রম নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে চালানোর স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আইজিপিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—খ) বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের চলাচল তদারকি; গ) আদালত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহনের রোধ; ঘ) বিচারকগণের ব্যক্তিগত নিরাপত্তা ও তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের সুরক্ষা জোরদারকরণ; এবং ঙ) পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।
প্রিন্ট
























